নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জিতে স্বস্তি পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শনিবার নেপিয়ারের ম্যাকলিন পার্কে ৯ উইকেটে জেতে টাইগাররা। ৩ ম্যাচের সিরিজ নিউজিল্যান্ড ২-১ ব্যবধানে জিতেছে। আর বাংলাদেশ হোয়াইটওয়াশ এড়িয়েছে।
শান্ত ম্যাচ শেষে কথা বলেছেন। বাংলাদেশের এই ওয়ানডে দলটি নিয়ে শান্তর গর্ব রয়েছে। নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে বাংলাদেশের এটা প্রথম জয়। ১৮ ম্যাচ হারের পর প্রথম জয়ের গর্ব এখানে। শান্ত বলেন,‘ ভাল লাগছে জিততে পেরেছি।আমার যে প্লান ছিল, ওটা আজ পুরোপুরি ভাবে প্রয়োগ করতে পেরেছি।ইতিহাসের কথা ভাবলে অবশ্যই আমরা এই জয়ে গর্ব অনুভব করতে পারি। আমি সিরিজ জিততে এসেছিলাম। প্রথম ম্যাচে বৃষ্টির কারণে আমরা একটু দূর্ভাগা ছিলাম। যদি সিরিজ জিততে পারতাম, তাহলে ভাল লাগত।’
অধিনায়কত্ব নিয়েও কথা বলেন তিনি। শান্ত বলেন,‘ ক্যাপ্টেনসি নিয়ে কোনো মূল্যায়ন করতে চাই না।শিখছি। এখানে আমি আলাদা কেউ না। প্রত্যেকটা টিম জিততে চায়, ওদের ওয়ার্ক এথিক ভাল। খেলা শুরু হওয়ার আগে আমাদের কাজ কী, সেটা গুরুত্বপূর্ণ।’