মেয়েদের ফুটবল লিগে সাধারনত বড় বাজেটের দল গড়ে থাকে কিংস এবং আতাউর রহমান ভুঁইয়া মানিক ফুটবল ক্লাব। কিন্তু এবার চমকে দিয়েছে নাসরিন স্পোর্টস একাডেমি।
আসন্ন লিগের জন্য রোববার সাবিনা খাতুন, সানজিদা আক্তার ও কৃষ্ণাসহ সিনিয়র দলের ১৫ জনকে দলভুক্ত করেছে তারা। ক্রীড়াঙ্গনের তৃণমূলে নারী সংগঠক হিসেবে পরিচিত নাসরিন আক্তার বেবিই এই একাডেমির কর্ণধার।
তিনি ফুটবল, হ্যান্ডবলসহ একাধিক খেলায় দল গঠন করেন। এবারের দলবদল নিয়ে তার কথা, ‘আসলে আন্তরিকতাই বড় বিষয়। আমরা আন্তরিকভাবে চেষ্টা করেছি, মেয়েদেরও ইচ্ছে ছিল। সবকিছু মিলিয়ে এটা সম্ভব হয়েছে।’ বড় বাজেটের দল গড়ার পেছনের রহস্য সম্পর্কে বেবির কথা, ‘কিছু স্পন্সর পেয়েছি, কিছু জোগাড়ের চেষ্টা করছি।’
এবারের নারী লিগে নয়টি ক্লাব অংশ নিচ্ছে। আর্মি স্পোর্টস ক্লাব খেলার কথা ছিল না। কাল শেষ দিনের শেষ মুহুর্তে তারা দলবদলে অংশ নেয়। বাকি আট ক্লাবের মধ্যে শুধুমাত্র প্রতিষ্ঠিত ক্লাব ফরাশগঞ্জ।