ডিসেম্বর ৩, ২০২৩, ০৬:৩৫ পিএম
ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে ৩-০ গোলে জিতেছে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে সোমবার দ্বিতীয় ও শেষ ম্যাচেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চান সাবিনা খাতুনরা। তবে এবারের ম্যাচটি আগের চেয়ে কিছুটা কঠিন হওয়ার শংকা স্বাগতিক শিবিরে। তাই কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বেলা তিনটার ম্যাচে সতর্ক হয়ে মাঠে নামার লক্ষ্য সাবিনা খাতুনদের।
প্রথম ম্যাচে তহুরা খাতুনের জোড়ায় সিঙ্গাপুরকে বাংলাদেশ সহজেই হারিয়েছে। নিজেদের মাঠে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি। প্রথম ম্যাচের পর বাংলাদেশ ভাবনা সিঙ্গাপুর হয়তো কাল রক্ষণ আরও জমাট করে খেলতে পারে। কিংবা প্রতি আক্রমণে চড়াও হলে অবাক হওয়ার কিছু থাকবে না।
প্রথম ম্যাচে জোড়া গোল করেছেন তহুরা খাতুন। দ্বিতীয় ম্যাচেও গোল পেতে চান। তার কথায়, ‘প্রথম ম্যাচে গোল পেয়েছি। এটা অনেক ভালো দিক, কালও গোল পেতে চাই। দল জিততে পারলে নিজের কাছেই ভালো লাগবে।’