নভেম্বর ২৯, ২০২৩, ০৭:০৬ পিএম
কৃষ্ণা রানী সরকার খেলতে পারবেন না। অধিনায়ক সাবিনা খাতুন ও মারিয়া মান্ডাদের আবার চ্যালেঞ্জ সিঙ্গাপুরের সঙ্গে। সাবিনা জানান, যে পরিকল্পনা হয়েছে। সে মোতাবেক খেলতে পারলে ফল ভাল আসবে।
১ ও ৪ ডিসেম্বর কমলাপুরে বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলা রয়েছে। দুটি খেলাই বিকাল ৪টায় শুরু হবে। ফুটবল ভক্তরা বিনা টিকিটে খেলাটি উপভোগ করতে পারবেন। আর টি স্পোর্টস খেলাটি সরাসরি সম্প্রচার করবে।
সাবিনা প্রস্তুতি নিয়ে কথা বলেছেন। তিনি বলেন,‘ আমাদের তো নিয়মিত বিরতিতে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার সম্ভাবনা থাকে কম, সে হিসেবে আমরা এই ধরনের ম্যাচগুলোর দিকে তাকিয়ে থাকি। প্রতি সপ্তাহে আমি ছয় দিনের ট্রেনিং করিয়েছি, কিন্তু অনুশীলনের বিষয়টি বুঝা যায় ম্যাচের মাধ্যমে।’
বর্তমানে নারী ফুটবল দলের কোচ সাইফুল বারী টিটু। তিনি বলেন,‘ এশিয়ান গেমস থেকে ফেরার পর লেবাননের বিপক্ষে ম্যাচ নিয়ে আমাদের খুব ভালো প্রস্তুতি ছিল। দূর্ভাগ্যজনকভাবে আমরা ওই ম্যাচটা খেলতে পারিনি। ওটা খেলতে পারলে আমাদের অনেক কিছু পাওয়া হতো। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ আয়োজনের জন্য বাফুফেকে ধন্যবাদ।’