বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ

লালমনিরহাট ও জামালপুরের স্কুল চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক

এপ্রিল ২০, ২০২৪, ১০:২৩ পিএম

লালমনিরহাট ও জামালপুরের স্কুল চ্যাম্পিয়ন

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফাইনাল ম্যাচকে ঘিরে ছিল উৎসবের আমেজ। খুদে ফুটবলারদের ফুটবলশৈলী উপভোগ করতে মাঠে উপস্থিত হন ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি করতালি দিয়ে উৎসাহ প্রদান করেন প্রাইমারী স্কুলের খুঁদে ফুটবলারদের।
তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে আন্তর্জাতিক মানের ফুটবলার তৈরির লক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে ধারাবাহিকভাবে আয়োজিত হয়ে আসছে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবলের এবারের আসরের ফাইনালে জামালপুরের চরগোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে রংপুরের তালিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লালমনিরহাটের টেপুরগাড়ী বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে চট্টগ্রাম বিভাগের বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী, মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহ উদ্দিন।

Link copied!