সাকিব আল হাসানের জোড়া আঘাতের পরও ধীরস্থির ছিল আফগানিস্তান। কিন্তু বাহারি পেস ও স্পিনে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়েছে আফগানিস্তান। এ রিপোর্ট লেখার সময় ৩৭.২ ওভারে ১৫৬ রানে সবকটি উইকেট হারায় তারা। জয়ের জন্য বাংলাদেশের টার্গেট ১৫৭ রান।
পেসাররা শুরুতে সুবিধা করতে পারেনি। সাকিব ইব্রাহিম জাদরান (২২) ও রহমত শাহকে (১৮) আউট করেন। টস জিতে সাকিব ফিল্ডিং নেন। কারণ সিম বোলাররা ভাল করবে সে কথা মাথায় রেখে।
ম্যাচের শুরুর দিকে তাসকিন, শরিফুল ও মোস্তাফিজ চাপে রাখতে পারেনি আফগান ব্যাটারদের।
সাকিব ৩০ রানে ৩ টি উইকেট নিয়েছেন।
ধর্মশালায় বাংলাদেশের প্রথম বিশ্বকাপ ম্যাচ শুরু হয়েছে। এই মাঠে ১০ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন টাইগাররা। তার আগে আফগানিস্তানকে হারাতে চায় বাংলাদেশ।
আফগানিস্তানের হয়ে দলীয় সর্বোচ্চ ৪৭ রান করেন রহমতউল্লাহ গুরবাজ। সাকিবের মত এ ম্যাচে মিরাজ ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন।
পেসারদের মধ্যে শরিফুল সফল। ২টি উইকেট পেয়েছেন তিনি। এই মাঠে পরে ব্যাট করে সুবিধা অনেক। বাংলাদেশ বিশ্বকাপে শুভ সূচনার অপেক্ষায়।