সাকিব বললেন, বিশ্বকাপে বাংলাদেশ ভয়ঙ্কর দল হবে

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২৩, ০৮:৫০ পিএম

সাকিব বললেন, বিশ্বকাপে বাংলাদেশ ভয়ঙ্কর দল হবে

ফাইনালে উঠতে না পারলেও রোমাঞ্চকর জয় দিয়ে এশিয়া কাপ শেষ করল বাংলাদেশ। এমন ফল কিছুটা হলেও আত্মবিশ্বাসের সঞ্চার করল সমালোচনার তীরে বিদ্ধ হতে থাকা টাইগারদের মনে। অধিনায়ক সাকিব আল হাসানের কথাতেও মিলল সেটার প্রমাণ। ম্যাচশেষে তিনি বললেন, সবাই ফিট থাকলে আগামী বিশ্বকাপে বাংলাদেশকে একটি ভয়ঙ্কর দল হিসেবে দেখা যাবে।

ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব জানান, বিশ্বকাপের জন্য সঠিক সমন্বয়ের দল রয়েছে বাংলাদেশের। এখন প্রত্যাশা কেবল সবার ফিট থাকার, ‍‍`আমি মনে করি, আমাদের খুব ভালো একটি দল আছে। এশিয়া কাপে চলাকালে অনেক চোট সমস্যা দেখা গেছে। অনেক খেলোয়াড় দলে ঢুকেছে, আবার বেরিয়ে গেছে যা আমাদের মোটেও সাহায্য করেনি। তবে আশা করছি, যদি সবাই পুরো ফিট থাকে, তাহলে বিশ্বকাপে আমরা ভয়ঙ্কর একটি দল হব।‍‍`

আনুষ্ঠানিকতার ম্যাচে বাংলাদেশ একাদশে পাঁচ পরিবর্তন এনেছে। তানজিদ হাসান তামিম, মোস্তাফিজুর রহমান, এনামুল হক বিজয়, শেখ মাহেদী হাসান ও তানজিম হাসান সাকিব। এর মধ্যে তানজিম সাকিবের অভিষেক হয়েছে। ভারতের ইনিংসের শুরুতেই জুনিয়র সাকিবকে বোলিংয়ে আনেন অধিনায়ক সাকিব। ২৬৬ রান তাড়া করতে নামা ভারতের দুই ব্যাটার রোহিত শর্মা ও তিলক ভার্মাকে দ্রুত ফিরিয়ে চাপে ফেলেন সাকিব। জুনিয়র সাকিবের দুর্দান্ত বোলিংয়ে রান করতেই হিমশিম খাচ্ছিল ভারত। 

Link copied!