ম্যাথুসের আউট প্রসঙ্গে সংবাদ সম্মেলনে

সাকিব ভেবেছেন এটা যুদ্ধ ছিল

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ৭, ২০২৩, ১২:৫৪ এএম

সাকিব ভেবেছেন এটা যুদ্ধ ছিল

বাংলাদেশ ম্যাচ জিতে গেছে। শ্রীলংকা ক্রিকেট দল খেলা শেষে হাত মেলাননি। সাকিব সংবাদ সম্মেলনে জানান, ওই আউট নিয়ে তিনি ভেবেছেন, যুদ্ধ চলছে। আর তার জিততে হবে। এর বাইরে কিছু ভাবেননি জানান। 

বাংলাদেশ এই জয়ে স্বস্তিতে। সাকিব ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন। তিনি বলেন,‘ এটা আইনে আছে। আমি জানি না এটা ঠিক নাকি বেঠিক। মনে হচ্ছিল আমি যুদ্ধে আছি। আমার একটা সিদ্ধান্ত নিতেই হতো। আমাকে দলের জয় নিশ্চিত করতে হতো। সে জন্য যা দরকার তা করব। ঠিক নাকি বেঠিক, এ নিয়ে বিতর্ক হবে। যদি আইনে থাকে, তাহলে আমার এই সুযোগগুলো নিতে আপত্তি নেই।’

ম্যাথুসকে টাইমড আউট করেন। এটা নিয়ে ঝড় বয়ে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে। এই প্রথম এই আউটটি হয়েছে। কিভাবে এ ঘটনা হলো এ প্রসঙ্গে সাকিব বলেন,‘ আমাদের একজন ফিল্ডার এসে বলেছে যে এই মুহূর্তে আবেদন করলে সে আউট হবে। তখন আমি আবেদন করি। আম্পায়ার আমাকে জিজ্ঞেস করেছেন আমি সত্যিই আবেদন করছি কী না, আমি আবেদন ফিরিয়ে নেব কি না। আমি বলেছি, না, যদি নিয়মে থাকে, যদি আউট হয়, তাহলে আমি আবেদন করছি। ঠিক এটাই হয়েছে।’

Link copied!