স্বপ্নের বিশ্বকাপ নিয়ে সাকিবের ভাবনা

স্পোর্টস ডেস্ক

আগস্ট ২২, ২০২৩, ০৭:৫১ পিএম

স্বপ্নের বিশ্বকাপ নিয়ে সাকিবের ভাবনা

সাকিব আল হাসান সোমবার দুবাই হয়ে ঢাকায় আসেন। আজ মঙ্গলবার সে বরিশাল যায়। আবার ঢাকায় ফিরে আসে। বরিশালে গিয়ে আবেগ প্রকাশ করেন। 

সাকিব লঙ্কান প্রিমিয়ার লিগ খেলে দুবাইয়ে একটি শো রুম উদ্বোধন করতে গিয়েছিলেন। বরিশালে কাজে যান তিনি। সেখানে তিনি বলেন,‘ এখানে এসে খুবই ভালো লাগছে। এরকম তো আসলে মানুষের সঙ্গে ইন্টারেক্ট করার সুযোগ ওভাবে হয় না। ভাইয়ের মাধ্যমে যেহেতু এখানে আসা হলো। একটা মহৎ উদ্যোগের সঙ্গে থাকতে পেরে নিজের খুব ভালো অনুভূতি হচ্ছে। একই সঙ্গে যেহেতু বরিশালে খুব একটা আসা হয় না, ক্রিকেটে ওরকমভাবে আন্তর্জাতিক ম্যাচ যেহেতু হয় না। স্বাভাবিকভাবে আসার সম্ভাবনাটা খুবই কম থাকে। এভাবে আসতে পেরে খুবই ভালো লাগছে। আশা করি শুধু বরিশাল না, পুরো বাংলাদেশের সবাই আমাদের সবসময় সমর্থন দেয়। বরিশালবাসীও অনেক বেশি সাপোর্ট করবে। আমরা সামনে যে বিশ্বকাপ ও এশিয়া কাপ আছে ওখানে ভালো করবো।

সাকিবের স্বপ্ন নিয়ে বাংলাদেশও বেশ রোমাঞ্চিত। সাকিব বলেন,‘ এখন স্বপ্ন বিশ্বকাপ ও এশিয়া কাপ। বাকিটা পরে দেখা যাবে। ঢাকায় আমার একাডেমি আছে। আর অবশ্যই সবারই ইচ্ছে থাকে যে সেক্টরের, সে চিন্তা করে কীভাবে ওই সেক্টরকে আরও ভালো করা যায়। আমারও ওরকম চিন্তা আছে। কিন্তু ওটা ভবিষ্যতে দেখা যাবে। আমার নিজের একটা ক্যান্সার ফাউন্ডেশন আছে। এরকম একটা উদ্যোগের সঙ্গে থাকতে পেরে অনেক ভালো লাগছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন।

Link copied!