নাজমুল হোসেন শান্তর (১২২) সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের (৭৩) দৃঢ় ব্যাটিংয়ে চট্টগ্রামে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ।
৩ ম্যাচের সিরিজে ১-০ তে লিড নিল টাইগাররা। ২৫৫ রান করেছিল শ্রীলংকা। জবাবে ৪৪.৪ ওভারে জয় নিশ্চিত করে শান্তর নেতৃত্বে থাকা বাংলাদেশ (২৫৭/৪)।
২৩ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ ৩৭ বলে ৩৭ রান করে আউট হন। ৯২ রানে তখন ৪ উইকেট নাই। বেশ চাপে ছিল বাংলাদেশ।
শান্ত ও মুশফিক ১৬৫ রানের জুটি গড়েছেন। আর এ দুজনই বাংলাদেশকে চাপমুক্ত করে জয় পাইয়ে দিয়েছেন। ৩২ বল হাতে রেখে জয় এসেছে।
দ্বিতীয় ওয়ানডে এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ মার্চ সেই দুপুর আড়াইটায়।
১৩টি চার ও ২টি ছক্কায় ১২৯ বলে ক্যারিয়ার সেরা অপরাজিত ১২২ রান করেন শান্ত। ৮টি বাউন্ডারিতে ৮৪ বলে অনবদ্য ৭৩ রান করেন মুশফিক।
পঞ্চম উইকেটে ১৭৫ বলে অবিচ্ছিন্ন ১৬৫ রানের জুটি গড়েন শান্ত ও মুশফিক। পঞ্চম উইকেটে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ও শ্রীলংকার বিপক্ষে সর্বোচ্চ রানের জুটি এটি।