ডানেডিনে প্রথম ওয়ানডে ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কন্ডিশন বিবেচনা করেই পরের ব্যাট করতে চান তিনি।
একমাত্র প্রস্তুতি ম্যাচটি বাংলাদেশ একাদশ জিতেছে। তাই আত্মবিশ্বাস বেড়ে গেছে শান্তর দলের। তারা এবার এ ৩ ম্যাচ সিরিজের প্রথমটিতে (রবিবার, ১৭ ডিসেম্বর) ভাল করতে চায়।
নিউজিল্যান্ডের মাটিতে আগের ১৬টি ওয়ানডেতে কোনো জয় নেই বাংলাদেশের। এ ম্যাচে ভাল কিছু করতে চায় টাইগাররা। বিশ্বকাপের ম্যাচটিতেও হেরেছে টাইগাররা।
দেশের মাটিতে টেস্ট সিরিজ অবশ্য ১-১ এ ড্র হয়েছে। সে আত্মবিশ্বাস কিছুটা আছে বৈকি।
নিউজিল্যান্ড একাদশ : উইল ইয়ং, রাচিন রবিন্দ্র, হেনরি নিকোলস, টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল , মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, অ্যাডাম মিলনে, ইস সোধি, জ্যাকব ডাফি, উইল ওরৌকি।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মুশফিক রহিম (কিপার), মেহেদী মিরাজ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।