মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন। চেন্নাই সুপার কিংসের হয়ে তার পারফরম্যান্স বেশ ভাল। তবে বাংলাদেশের আরেক বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামেরও সুযোগ ছিল। লখনৌ সুপারজায়ান্টসের হয়ে খেলার সম্ভাবনা তৈরীও হয়। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে এনওসি দেয়নি। ইনজুরিতে পড়ার আশঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত।
আবাহনীর হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে খেলছেন তিনি। ৪ উইকেট নিয়েছেন বৃহস্পতিবার। এরপর বলেন,‘ লখনউ থেকে মেসেজ দিয়েছিল, তারা আমাকে চাচ্ছিল। কিন্তু এনওসির সময়টা খুবই কম ছিল তার জন্য তারা পরে আর রেসপন্স করেনি। যদি পুরো এনওসিটা দিত বিসিবি তাহলে হয়তো। যেহেতু আমাদের জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ রয়েছে সেক্ষেত্রে চিন্তা করে এনওসিটা ওইভাবে চিন্তা করে দেওয়া হয়েছে।’
এবারের ডিপিএলে তৃতীয়বারের মত কোন দল ১০ উইকেটে ম্যাচ জয়ের নজির সৃষ্টি করলো। এই জয়ে লিগের প্রথম পর্বে ১১ ম্যাচের সবগুলোতে জিতে পূর্ণ ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সুপার লিগে খেলবে আবাহনী। প্রথম পর্বে পূর্ণ পয়েন্ট পাওয়ায়, শক্ত অবস্থানে থেকে সুপার লিগে খেলতে নামবে আবাহনী। ছয় দলের সুপার লিগে নিকটতম প্রতিদ্বন্দির চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে শীর্ষে আবাহনী।
এই পর্যন্ত ১১ ম্যাচে ৮ জয় নিয়ে সুপার লিগে খেলবে শেখ জামাল এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব। আগামীকাল নিজেদের শেষ ম্যাচে জিততে পারলে আট জয় নিয়ে সুপার লিগে খেলবে মোহামেডানও।