প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম হবে : পাপন

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০৩:৫৬ পিএম

প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম হবে : পাপন

সংসদ বাংলাদেশ টেলিভিশন থেকে নেয়া

দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। 

রবিবার (১৮ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান।  

ক্রীড়ামন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করেছে। এ প্রকল্পর অংশ হিসেবে প্রথম পর্যায়ে ১২৫টি উপজেলায় এই নির্মাণ জুন ২০১৯ সালে সমাপ্ত হয়েছে। ১৮৬টি উপজেলাকে অন্তর্ভুক্ত করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ দ্বিতীয় পর্যায় প্রকল্পের কাজ চলমান রয়েছে। উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম তৃতীয় পর্যায়ের লক্ষ্যে ১২৬টি উপজেলাকে অন্তর্ভূক্ত করে জমি অধিগ্রহণ প্রকল্পের উপর গত ৫ নভেম্বর ২০২৩ তারিখে যাচাই-বাছাই কমিটির সভার সিদ্ধান্ত অনুসারে ডিপিপি প্রণয়ন প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়াও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে ক্রীড়ামন্ত্রী জানান রাজশাহী বিভাগীয় শহরে আন্তর্জাতিক মানের ক্রিকেট নির্মাণের পরিকল্পনা বিবেচনা করে হবে।

পাপন বলেন, আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম স্থাপনের ক্ষেত্রে আইসিসির চাহিদা অনুসারে একটি পাঁচ তারকা মানের হোটেল প্রয়োজন হয় যাতে ২০০টি রুম থাকা অত্যাবশ্যক। এছাড়াও সংস্থাটির মান অনুযায়ী হাসপাতাল থাকতে হয়। তাই এসবকিছু অবশ্যই বিবেচনা করে দেখা হবে রাজশাহীতে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা যায় কিনা।

তিনি আরও বলেন, ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের ক্ষেত্রে বিশেষভাবে বিবেচনা করতে হয় কারণ ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের একটি বড় অসুবিধা হলো সেখানে ক্রিকেটা ছাড়া অন্য কোন খেলা আয়োজন করা যায় না। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক খেলা আয়োজন করতে না পারলে লাভ হবেনা।

তিনি যোগ করে বলেন, রাজশাহী একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, এখান থেকে প্রচুর খেলোয়াড় দেশের জাতীয় দলে আসে।

তিনি আরও জানান, সকল উপজেলায় স্টেডিয়াম নির্মাণের পর বাজেট বরাদ্দের সাপেক্ষে ইউনিয়ন ভিত্তিক এক বা একাধিক খেলার মাঠ নির্মাণ করা যেতে পারে। 

Link copied!