দর্শকরা বিনা টিকেটে খেলাটি দেখতে পাবেন কমলাপুর স্টেডিয়ামে

মারিয়াদের সামনে আজ সিঙ্গাপুর

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ১, ২০২৩, ০৭:০৫ এএম

মারিয়াদের সামনে আজ সিঙ্গাপুর

বাংলাদেশ ও সিঙ্গাপুর নারী ফুটবল দল আজ মুখোমুখি হচ্ছে। প্রীতি আন্তর্জাতিক সিরিজ। ২টি ম্যাচ হবে। আজকের খেলাটি শুরু হবে বিকাল ৪টায়। টি স্পোর্টস সরাসরি খেলাটি সম্প্রচার করবে। মাঠে গিয়ে কেউ খেলা দেখতে চাইলে টিকেট কাটতে হবে না। গ্যালারি ফ্রি করে দেয়া হয়েছে। 

বাংলাদেশ নারী দলের কোচ সাইফুল বারি টিটু বেশ আশাবাদী। তিনি বলেন,‘ ওদের কোচকে আমি খুব ভালো করে চিনি। ভারতের মোহন বাগান ও চার্চিল ব্রাদার্সে কাজ করেছে। চার্চিল ব্রাদার্সেই ওর সঙ্গে আমার দেখা। এশিয়ান গেমসেও কিন্তু সিঙ্গাপুর আমাদের সঙ্গেই ছিল। একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চেয়েছিল, কিন্তু পরদিন চলে আসার কারণে খেলতে পারিনি। এখন খেলবো। সবাই কালকের ম্যাচের দিকে তাকিয়ে আছি।’

আজকের ম্যাচে খেলছেন না কৃষ্ণা। চোটের জন্য ২ মাস বিশ্রামে থাকবেন তিনি। এ ব্যাপারে বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা বলেন,‘ কৃষ্ণার সুস্থ হয়ে ফিরে আসাটা জরুরি।’

 

Link copied!