ডিসেম্বর ৯, ২০২৩, ০৭:২৫ পিএম
টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি দুপুরের পর শেষ হয়েছে। শনিবার রাতেই সাদা বলের ক্রিকেট খেলতে বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডের পথে রওনা হন লিটন দাস, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও এনামুল হক বিজয়রা।
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দু’টি পৃথক-পৃথক গ্রুপে বিভক্ত হয়ে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।
প্রথম গ্রুপের খেলোয়াড়রা শনিবার এবং দ্বিতীয় গ্রুপের দল সোমবার দেশ ছাড়বে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) কর্মকর্তারা এ কথা জানান।
১৭ ডিসেম্বর প্রথম ওয়ানডে রয়েছে। এরপর ২০ ও ২৩ ডিসেম্বর পরের দুটি ওডিআই। ২৭ ডিসেম্বর প্রথম টি টোয়েন্টি ম্যাচটি রয়েছে। পরের দুটি ২৯ ও ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল
ওয়ানডে সিরিজের দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, শরিফুল হাসান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও রকিবুল হাসান।
টি-টোয়েন্টি সিরিজ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, শেখ মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।