টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার টানা তৃতীয় জয়

বাংলাদেশ হেরে গেল ৪ রানে

স্পোর্টস ডেস্ক

জুন ১০, ২০২৪, ০৬:০৫ পিএম

বাংলাদেশ হেরে গেল ৪ রানে

হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদে লড়েছে বাংলাদেশ। ছবি : বিসিবি

বাংলাদেশ নিউইয়র্কে হতাশাজনকভাবে হেরে গেল। কঠিন ‍উইকেটে ১১৪ রান টার্গেট ছিল। জবাবে ১০৯ রানে থামে তারা। শ্রীলংকার বিপক্ষে ২ উইকেটে জিতে বিশ্বকাপ শুরু করেন টাইগাররা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে জয়ের সম্ভাবনা দেখিয়ে হেরে গেলেন তারা।

শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ১১ রান। হতাশার কথা জাকের আলি ও মাহমুদউল্লাহ ব্যর্থ হন। তবে ম্যাচের ১৬.২ ওভারে মাহমুদউল্লাহ স্ট্রাইকে ছিলেন। আবেদন হলে আউট দেন আম্পায়ার। পরে রিভিউয়ে আউট বাতিল হয়। পরে ওই ৪ রান দেওয়া হয় নাই। আবার বাংলাদেশও হেরেছে ৪ রানে। শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজ সুন্দর বল করেছেন। অবশ্য ৪৪ বলে ৪৬ রান করা হেনরিখ ক্ল্যাসেন ম্যাচসেরা হন। 

মাহমুদউল্লাহ রিয়াদ ২০ রানে আউট হন। তাওহিদ হৃদয় ৩৪ বলে ৩৭ রান করেছেন। মহারাজ ২৭ রানে ৩ উইকেট নেন। ১৭ রানে ২ উইকেট ছিল নর্টজের।

১৩ জুন বাংলাদেশের পরের ম্যাচ নেদারল্যান্ডসের সঙ্গে। ১৭ জুন প্রতিপক্ষ নেপাল সেন্ট ভিনসেন্টে। সুপার এইটের আশা ভালভাবে বেঁচে আছে। এ দুটি ম্যাচ জিততে হবে।

বাংলাদেশ বোলিংয়ে ভাল করেছে। দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ব্যর্থ হয়। রেজা হেনড্রিকস (০), কুইন্টন ডি কক (১৮), এইডেন মার্করাম (৪) ও ত্রিস্টান স্টাবস (০) দলীয় ২৩ রানে সাজঘরে। 

ক্লাসেন (৪৬)  ও মিলার (২৯) লড়াই করে স্কোর ভদ্রস্ত করার চেষ্টা করেন। সাকিব ৩টি ও তাসকিন ২টি উইকেট নেন। 

Link copied!