আফগানিস্তানের গৌরবময় বিশ্বকাপ

দক্ষিণ আফ্রিকার ৫ উইকেটে জয়

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ১০, ২০২৩, ১১:০৯ পিএম

দক্ষিণ আফ্রিকার ৫ উইকেটে জয়

দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ করেছে আফগানিস্তান। এই বিশ্বকাপ স্মরনীয় হয়ে থাকবে। তিন বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়েছে তারা। 

আফসোস থাকবে। আফগানিস্তান সেমিফাইনাল থেকে ছিটকে গেছে। ৯ ম্যাচে ৪টি ম্যাচ জিতেছে ও ৫টিতে হেরেছে। বাংলাদেশের কাছেও তারা হেরেছিল। 

 ৯ ম্যাচে ৪ জয় ও ৫টি হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে আছে। তবে পয়েন্ট টেবিলের শীর্ষ আটের মধ্যে থাকায় প্রথমবারের মত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করলো আফগানিস্তান। ২০২৫ সালে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফি।
আজমতুল্লাহ ওমরজাইর হাফ-সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৪ রান করেছে আফগানিস্তান। ১০৭ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন ওমরজাই। জবাবে রাসি ভ্যান ডার ডুসেনের অনবদ্য ৭৬ রানে ১৫ বাকী থাকতে জয় পায় দক্ষিণ আফ্রিকা। জয় দিয়ে লিগ পর্ব শেষ করলো প্রোটিয়ারা। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে আগেই সেমিফাইনাল নিশ্চিত করা দক্ষিণ আফ্রিকা।

Link copied!