নারী বিশ্বকাপ থেকে কান্না নিয়ে বিদায় নিল জাপান। সুইডেন ২-১ গোলে হারিয়েছে জাপানকে। এদিকে সুইডেনের পাশাপাশি সেমিফাইনালে উঠেছে স্পেন।
সালমা পারালুয়েলোর অতিরিক্ত সময়ের গোলে নেদারল্যান্ডসকে ২-১ ব্যবধানে পরাজিত করে নারী বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন।
ওয়েলিংটনের উত্তেজনাপূর্ণ ৯০ মিনিট শেষে উভয় দল ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে। এর আগে ৮১ মিনিটে মারিওনা কালডেন্টির পেনাল্টিতে এগিয়ে গিয়েছিল স্পেন। ১০ মিনিট পর ইনজুরি টাইমে ডাচদের সমতায় ফেরান ডিফেন্ডার স্টিফেনি ফন ডার গ্রাজেট। কোয়র্টার ফাইনাল ম্যাচটি যখন নিশ্চিতভাবেই টাইব্রেকারের দিকে এগিয়ে যাচ্ছিল তখন ১৯ বছর বয়সী পারালুয়েলো বদলী বেঞ্চ থেকে উঠে এসে স্পেনকে স্মরণীয় জয় উপহার দেন। এর মাধ্যমে চার বছর আগে ফাইনালে পরাজিত নেদারল্যান্ডসকে এবার শেষ আট থেকেই বিদায় নিতে হলো।