শনিবার ভোরে টাইগারদের প্রথম ম্যাচ

বিশ্বকাপ মিশনে বাংলাদেশের সামনে শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক

জুন ৭, ২০২৪, ০১:০৩ পিএম

বিশ্বকাপ মিশনে বাংলাদেশের সামনে শ্রীলংকা

ডালাসে টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা। ছবি: বিসিবি

বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু হচ্ছে। চাপে থাকা শ্রীলংকার মুখোমুখি হবে তারা ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বেশ আশাবাদী এই দলটিকে নিয়ে। নিজেদের সেরাটা দিতে চান। 

শনিবার ভোর ৬টা ৩০ মিনিটে বিশ্বকাপ ম্যাচটি শুরু হবে। নাগরিক টিভি ও টফি অ্যাপে সরাসরি খেলাটি উপভোগ করা যাবে। 

শ্রীলংকা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে হেরেছে। এ গ্রুপে অপর দুটি দল হচ্ছে নেপাল ও নেদারল্যান্ডস। বাংলাদেশ ম্যাচ খেলতে যাচ্ছে কেবল।

নাজমুল হোসেন শান্ত আশা প্রকাশ করেছেন। তিনি বলেন,‘ টুর্নামেন্টে চারটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগতভাবে এই (শ্রীলংকার বিপক্ষে) ম্যাচকে আলদাভাবে দেখতে চাই না।  আমরা জানি অবশ্যইএটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। বেশি চিন্তা না করে আমাদের সাজানো পরিকল্পনা এবং সেগুলো বাস্তবায়ন করা অনেক বেশি গুরুত্বপুর্ন।  ম্যাচের দিন আমরা কিভাবে ঠান্ডা মেজাজে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি সেটা গুরুত্বপূর্ণ।’

Link copied!