বেঙ্গালুরুতে আজ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে খাদের কিনারে নিয়ে গেল শ্রীলংকা। সেমিফাইনালের আশা মলিন হয়ে গেছে বেন স্টোকসদের।
ইংল্যান্ড ১৫৬ রানে অলআউট হয়। জবাবে শ্রীলংকা ২৫.৪ ওভারে জয় নিশ্চিত করে ২ উইকেট হারিয়ে (১৬০/২)।
৩৫ রানে ৩ উইকেট শিকারি লাহিরু কুমারা ম্যাচসেরা হন। ইংল্যান্ড স্রেফ উড়ে গেছে। ২০১৯ সালের চ্যাম্পিয়নরা দাঁড়াতেই পারেনি।
সাদিরা সামারাবিক্রমা ৬৫ ও পাথুম নিশানাকা ৭৭ রানে অপরাজিত ছিলেন। কুশল পেরেরা ৪ ও কুশল মেন্ডিস ১১ রানে আউট হন।
ডেভিড উইলি ২টি উইকেট নেন।
শ্রীলংকার বোলিং তোপে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে প্রথমে ব্যাট করে ৩৩.২ ওভারে ১৫৬ রানে অলআউট হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ইংলিশদের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন বেন স্টোকস।
শ্রীলংকার পক্ষে ৩ উইকেট নিয়েছেন পেসার লাহিরু কুমারা। ব্যাঙ্গালুরুতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড।