আইসিসির নিষেধাজ্ঞা উঠে গেল

শ্রীলংকা এখন মুক্ত

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ২৮, ২০২৪, ০৫:৫৬ পিএম

শ্রীলংকা এখন মুক্ত

শ্রীলংকা ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপে বিব্রত ছিল আইসিসি। ফলে তাদের সাময়িক বরখাস্ত করে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। 

অবশ্য রবিবার সে বহিস্কার থেকে নিস্কৃতি মিলেছে লঙ্কানদের। আইসিসি জানিয়েছে শ্রীলংকা এখন আইসিসির সদস্য হিসেবে সম্মান সেটা ফিরে পেয়েছে। 

গত ২১ নভেম্বর আইসিসি বোর্ডের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, নিষেধাজ্ঞা থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে খেলা চালিয়ে যেতে পারবে শ্রীলংকা। তবে ছেলেদের চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শ্রীলংকা থেকে সরিয়ে নেওয়া হয় দক্ষিণ আফ্রিকায়।

Link copied!