আইসিসির নিষেধাজ্ঞা

শ্রীলংকার সদস্য পদ স্থগিত

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ১০, ২০২৩, ০৩:২৯ পিএম

শ্রীলংকার সদস্য পদ স্থগিত

শ্রীলংকার ক্রিকেট বোর্ডে সরকারী হস্তক্ষেপ ভাল চোখে দেখেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আইসিসি তাদের সদস্য পদ স্থগিত করেছে। 

একটি প্রেস রিলিজের মাধ্যমে শুক্রবার আইসিসি সেটা নিশ্চিত করেছে। শ্রীলংকার সরকার পুরো ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করে। 

একটি দেশের সরকার সেখানকার বোর্ডকে এভাবে চাপ প্রয়োগ করতে পারে না। আইসিসি এর সমালোচনা করেছে আর পদক্ষেপ গ্রহণ করেছে।  

ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের কারণে। শ্রীলংকার সদস্য পদ স্থগিত করেছে আইসিসি! কিছু দিন আগে দেশটির ক্রীড়া মন্ত্রণালয় বোর্ডের সবাইকে বহিষ্কার করে। যা আইসিসির নিয়ম নিয়ম লঙ্ঘন করেছে। নিয়ম অনুযায়ী কোন দেশের সরকার, সেই দেশের  ক্রিকেট বোর্ডের উপর কোন হস্তক্ষেপ করতে পারবে না।

আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আইসিসি বোর্ড আজ সভায় বসে সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ বিধিনিষেধ লঙ্ঘন করেছে। বিশেষ করে, স্বাধীনভাবে কাজ করতে ক্রিকেট প্রশাসনকে সরকারি হস্তক্ষেপের বাইরে থাকার প্রয়োজন ছিল। সময়মতো এই স্থগিতাদেশের শর্তগুলো জানিয়ে দেবে আইসিসি বোর্ড।’

১৯৮১ সালে আইসিসির পূর্ণ সদস্যপদ লাভ করে  শ্রীলংকা। গতকালই এবারের বিশ্বকাপে লিগ পর্বে নিজেদের নবম ও শেষ ম্যাচ খেলেছে শ্রীলংকা। ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে আছে শ্রীলংকা।

Link copied!