বুধবারে চট্টগ্রামে প্রথম ওয়ানডে

হ্যাটট্রিক হিরো থুসারাকে রেখে ওয়ানডে দল শ্রীলংকার

স্পোর্টস ডেস্ক

মার্চ ১২, ২০২৪, ০১:০১ পিএম

হ্যাটট্রিক হিরো  থুসারাকে রেখে ওয়ানডে দল শ্রীলংকার

ওয়ানডে দলে জায়গা হলো না থুসারার ছবি : ফেসবুক

টি টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছিলেন থুসারা। শ্রীলংকা থুসারাকে ওয়ানডে দলে রাখেনি। আরেক পেসার পাতিরানাও জায়গা পাননি। 

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ  ২-১ ব্যবধানে শ্রীলংকা জয় পায়। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩ রানে রোমাঞ্চকর জয় পায় শ্রীলংকা। দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করার লক্ষ্য নিয়ে বুধবার (১৩ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।

শ্রীলংকার ওয়ানডে দলে রয়েছে কামিন্ডু মেন্ডিস ও লাহিরু কুমারা। দুস্মন্ত চামিরা খেলতে পারছেন না।  কামিন্ডু টি টোয়েন্টিতে ভাল খেলে আস্থা পেয়েছেন। 

 ৫৪টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলংকা। এরমধ্যে টাইগাররা ১০টিতে এবং লঙ্কানরা ৪২টি জিতেছে। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।
সর্বশেষ বাংলাদেশ সফরটি শ্রীলংকার জন্য হতাশার ছিলো। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিলো লংকানরা। তার আগে বাংলাদেশের বিপক্ষে সবগুলো সিরিজই জিতেছে শ্রীলংকা। এছাড়াও বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ এবং এশিয়া কাপ জয়ের নজির আছে লংকানদের। বাংলাদেশের মাটিতে টাইগারদের বিপক্ষে ১৪টি ম্যাচে জয় ও ৬টিতে হেরেছে শ্রীলংকা।
পরিসংখ্যান অনুযায়ী  বাংলাদেশের চেয়ে  শ্রীলংকাই এগিয়ে । কিন্তু ২০১৫ সালের বিশ্বকাপের পর পরিস্থিতি পাল্টে যায়। শ্রীলংকার আধিপত্য চুরমার করে বেশ কিছু ম্যাচ জিতেছে টাইগাররা।

Link copied!