অক্টোবর ৫, ২০২৩, ০৮:২৪ পিএম
বিশ্বকাপ চলাকালে সাকিব আল হাসানদের কোনো চাপে রাখতে চান না খালেদ মাহমুদ সুজন। মিডিয়া থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ক্রিকেটারদের চাপমুক্ত রাখতে চেষ্টা করে যাচ্ছেন তিনি।
৭ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। বিশ্বকাপের ম্যাচের আগে সুজন বলেন,‘ আমাদের ফোকাস বিশ্বকাপ খেলার দিকেই, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ম্যাচের আগে একজনই কথা বলুক। তাদের মনোযোগটা ক্রিকেটেই থাকুক। যেটি হয় কোনো একটি ইন্টারভিউ থেকে কথা সংক্ষিপ্ত করে এমন একটি খবর হয়, যেটি হয়তো ছেলেটা সেভাবে বলেইনি। অনেক সময় এমন কাটা কাটা খবর হয়, ভয়ঙ্কর শিরোনাম হয়। ছেলেরা তাতে বিব্রত হয়।’
খালেদ মাহমুদ মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকলে ক্রিকেটাররা খেলার দিকে আরও বেশি মনোযোগ দিতে পারবেন। তিনি বলেন, ‘ছেলেরা সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকলে মনে হয় মনোযোগ আরও ভালো দিতে পারবে। সোশ্যাল মিডিয়ায় যখন আপনি কোনো স্টোরি পড়তে যাবেন, ফোনের সামনে যখন ৭-৮ ঘণ্টা থাকবেন, ওটা বড় একটি স্ট্রেস। আমরা চাই ওই স্ট্রেসটা যেন কম পড়ে। এটা যতটা কমানো যায়। মেন্টালি যাতে স্ট্রেস না পড়ে।’