সাকিব-তামিম-লিটন ছাড়াই সিলেট টেস্টের একাদশ

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৩, ০৮:২০ এএম

সাকিব-তামিম-লিটন ছাড়াই সিলেট টেস্টের একাদশ

এ যেন শেষ হয়েও হচ্ছে না শেষ! আরও এক ব্যর্থ বিশ্বকাপ শেষে দরজায় কড়া নাড়ছে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। আগামী মঙ্গলবার সিলেটে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।  

ঘরের মাঠে দুই টেস্টের সিরিজ দিয়ে বাংলাদেশ আরেকটি টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে প্রবেশ করতে যাচ্ছে। ২০২৩-২৫ চক্রে নিউজিল্যান্ডেরও এটি প্রথম সিরিজ। ২০১৯-২১ চক্রে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কিউইরা। ২০২১-২৩ চক্রে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। এই চক্রে কিউইদের পয়েন্ট টেবিলে অবস্থান ছিল ছয়ে। বাংলাদেশের পারফরম্যান্সে অবশ্য ওঠানামা নেই। গত দু’টি চক্রই শেষ হয়েছে টেবিলে সবার নিচে থেকে। দুই চক্র মিলিয়ে একটিমাত্র জয়। কাকতালীয়ভাবে সেটি এই নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে। মাউন্ট মঙ্গানুইয়ে সেই ঐতিহাসিক জয়কে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের প্রেরণা বলা হলেও আদতে এই সংস্করণে নিজেদের প্রমাণ করতে পারেননি সাকিব-তামিম-মুশফিক-মাহমুদুল্লাহরা।

সিলেটের উইকেটের ঐতিহ্যের কারণে একদম টানিং উইকেট পাওয়া কঠিন। এমনিতে বেশ ভালো বাউন্স থাকায় সিলেটে ব্যাটাররা পান বাড়তি সুবিধা। ইনিংসের শুরুর দিকে প্রভাব বিস্তার করেন পেসাররা। তাছাড়াও নভেম্বরের শেষ প্রান্তে সিলেটে সকাল বেলা শিশিরের প্রভাবও থাকবে। শুরুতে তাই স্পিন নয়, পেসের ভূমিকাই হয়ত মুখ্য থাকবে। বেলা বাড়ার সঙ্গে স্পিনাররা দাপট দেখাতে পারেন। তবে উইকেট মিরপুরের মতো মন্থর হওয়ার সম্ভাবনা কম।

সিলেট টেস্টে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ:

ওপেনিংয়ে জাকির হোসেনের সঙ্গী মাহমুদুল হাসান জয় তিনে  আফগানিস্তানের বিপক্ষের টেস্ট সিরিজে দুই ইনিংসেই সেঞ্চুরি পাওয়া নাজমুল হোসেন শান্ত।  মিডল অর্ডারে  মুশি, মিনি মিরাজের সাথে দেখা যাবে ঘরোয়া লীগে দুর্দান্ত ফর্মে থাকা নুরুল হাসান সোহান কে। সাকিবের অনুপস্থিতিতে স্পিন বিভাগের নেতৃত্ব দিবেন তাইজুল তার সাথে ফেরার অপেক্ষায় থাকা লিডিং উইকেট টেকার নাইম হাসান আর মিরাজ তো আছেনই। পেস বিভাগে শরিফুলের সঙ্গী হতে পারেন খালেদ আহমেদ।

বিশ্বকাপে বাজে ব্যাট করে খারাপ ফল করা বাংলাদেশের জন্য রান করাটা আত্মবিশ্বাস ফিরে পেতেও জরুরি। সাকিব আল হাসান ও লিটন দাসের অনুপস্থিতিতে নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিমদের উপর অনেক বেশি নির্ভরশীল থাকতে হবে টিম ম্যানেজমেন্টকে।

সম্ভাব্য একাদশঃ জাকির হোসেন, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসান শান্ত, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, কাজী নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, নাইম হাসান, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ 

Link copied!