২০২৪ সালে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ও যুক্তরাষ্ট্রে আসর

টি টোয়েন্টি বিশ্বকাপের লোগো উন্মোচন

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২৩, ০৯:১৬ পিএম

টি টোয়েন্টি বিশ্বকাপের লোগো উন্মোচন

টি টোয়েন্টি বিশ^কাপের লোগো উন্মোচন করেছে আইসিসি। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর)  প্রকাশ করেছে তারা সেটা। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ও যুক্তরাষ্ট্রে খেলাগুলো অনুষ্ঠিত হবে। ২০টি দল অংশ নেবে এখানে। 
আইসিসি প্রকাশিত লোগোটিতে ব্যাট-বলের সমন্বয়ে নকশা ব্যবহার করা হয়েছে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, সৃজনশীলভাবে ব্যাট-বল, শক্তি (অ্যানার্জি) ও প্রতীকের মিশেলে বানানো হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো। ‘টি-টোয়েন্টি’ লেখাটি যেখানে গতিশীলতা নিয়ে সজোরে চালানো ব্যাটে পরিণত হয়, পরে এর সঙ্গে এসে যুক্ত হয় গতিশীল একটি বল।
আইসিসির মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের জেনারেল ম্যানেজার ক্লেইরে ফার্লং বলেন, ‘বিশ্বব্যাপী ক্রিকেট ভক্তদের চরম উত্তেজনাপূর্ণ ও চেয়ারে-আবদ্ধ (আসন) রাখার মতো দারুণ অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে আসছে আইসিসি মেন্স অ্যান্ড ওমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমরা আশা করি এই ভিডিও ক্রিকেটীয় দৃষ্টি ও শক্তিকে প্রতিফলিত করেছে।’
 

Link copied!