সিলেট টেস্টে জয় দেখছে বাংলাদেশ

তাইজুলদের দরকার আর ৩ উইকেট

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ১, ২০২৩, ১০:৫৮ এএম

তাইজুলদের দরকার আর ৩ উইকেট

সিলেটে প্রথম টেস্ট ম্যাচটি জিততে বাংলাদেশের আর ৩ উইকেট দরকার। নিউজিল্যান্ড ৭ উইকেটে ১১৩ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছে। 

ড্যারেল মিচেল ৪৪ ও ইস সোধি ৭ রানে অপরাজিত রয়েছেন। তাইজুল ৪০ রানে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে কোণঠাসা করে ফেলেছেন। 

বাংলাদেশ নিউজিল্যান্ডকে এর আগে মাউন্ট মঙ্গানুইয়ে একটি মাত্র টেস্টে হারিয়েছে। দুদেশ ১৭টি টেস্ট খেলেছে। বাংলাদেশের জয় ১টি। আর অপরদিকে নিউজিল্যান্ডের সেখানে ১৩টি জয়। আর ড্র হয়েছে ৩ ম্যাচ। 

সিলেটে শনিবার প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিন। বাংলাদেশের দরকার ৩ উইকেটে আর নিউজিল্যান্ডের ২১৯ রান। মিচেল বড় ব্যাটার। কিন্তু রহস্যময় পিচে তারা কতক্ষণ টিকবে সেটাই দেখার ব্যাপার এখন। 

বাংলাদেশ ৩৩২ রানের টার্গেট দিয়েছিল। নিউজিল্যান্ড তাইজুল, মিরাজ, শরিফুল ও নাইমে হারের পথে হাঁটা শুরু করেছে। 

শরিফুল শুরুতে আঘাত হানেন। শূন্য রানে ফেরেন টম লাথাম। কনওয়ে (২২) ও কেন উইলিয়ামসন (১১) কে সাজঘরে ফেরত পাঠান বাঁ-হাতি স্পিনার তাইজুল।

হেনরি নিকোলসের (২) উইকেটটি পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। নিউজিল্যান্ড এখন হার এড়াতে লড়ছে। নাজমুল হোসেন শান্তরা বাগে পেয়েছে ব্লাক ক্যাপদের।

উইলিয়ামসন আগের ইনিংসে সেঞ্চুরি পেয়েছিলেন। এই ইনিংসে দাঁড়াতে পারলেন না। টম ব্লান্ডেল ৬, গ্লেন ফিলিপস ১২ ও কাইল জেমিসন ৯ রানে আউট হন। 

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৩৮ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০৪, মুশফিকুর রহিম ৬৭ ও মেহেদি হাসান মিরাজ অপরাজিত ৫০ রান করেন। নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল ১৪৮ রানে ৪ উইকেট নেন।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৩১০ রানের জবাবে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিলো ৩১৭।

Link copied!