মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তামিম ইকবাল ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের দেখা হয়েছে। সামনে নারী বিশ্বকাপ। স্টেডিয়াম ও ক্রিকেট বোর্ড দেখতে আসেন আসিফ।
আসিফের সঙ্গে দেখা করতে আসেন তামিম ইকবাল। তামিম পুরো স্টেডিয়াম ঘুরিয়ে দেখান আসিফকে। আসিফ চলে যান।
অক্টোবরে নারী বিশ্বকাপ হওয়ার কথা বাংলাদেশে। এখানে না হলে আসর অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা নয়ত সংযুক্ত আরব আমিরাতে।