তামিম নিজ থেকেই বিভ্রান্তি তৈরি করছিল: আশরাফুল

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ২৮, ২০২৩, ০৬:১৩ পিএম

তামিম নিজ থেকেই বিভ্রান্তি তৈরি করছিল: আশরাফুল

সংগৃহীত ছবি

তামিম বিশ্বকাপ দলে থাকবেন কি থাকবেন না এ নিয়ে বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ার আগ মুহূর্তেও ছিল আলোচনার পাহাড়। তারপর তামিমের ভিডিও বার্তা ও সাকিবের একটি বেসরকারি চ্যানেলে দেয়া সাক্ষাৎকার যেন আগুনে ঘি ঢেলে দেয়ার মতো হয়েছে। বর্তমানে ‘টক অব দ্য কান্ট্রি’ এখন তামিম ইকবাল এবং সাকিব-তামিম সম্পর্ক।

এবার এ নিয়ে কথা বলেছেন সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।

তামিম নিজ থেকেই বিভ্রান্তি তৈরি করছিল মন্তব্য করে সাবেক এ ক্রিকেটার বলেন, গণমাধ্যমের সাথে তামিম এভাবে কথা না বললে ব্যাপারটি অন্যরকম হত। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে কোনো ক্রিকেটার পুরোপুরি ফিট না থাকলে তাকে দলে রাখতে চায় না টিম ম্যানেজমেন্ট।

২০১১ ও ২০১৯ বিশ্বকাপের প্রসঙ্গ টেনে আশরাফুল বলেন, ‘শুরু থেকেই মিডিয়াতে দেখেছি যে তামিম পুরোপুরি ফিট না। এক ম্যাচ খেলে আবার বিশ্রামে চলে গেছেন। বিশ্বকাপেও সবগুলো ম্যাচ পাবে কি না নিশ্চিত না। অতীতেও আমরা দেখেছি মাশরাফিকে ২০১১ বিশ্বকাপে এভাবে নেওয়া হয়নি। ২০১৯ বিশ্বকাপে তাসকিনকেও নেওয়া হয়নি।

টাইগারদের সাবেক এই অধিনায়ক বলেন, তামিমের জায়গায় যারা সুযোগ পেয়েছে তাদের একদমই পারফরম্যান্স নাই। টিম ম্যানেজমেন্ট হয়তো ভেবেছে যারা শতভাগ ফিট, সবগুলো ম্যাচে যাদের পাব তাদেরই বিবেচনা করব।’

তামিম যেখানেই যাচ্ছিল নিজ থেকেই বিভ্রান্তি তৈরি করছিল বলে মন্তব্য করেন আশরাফুল।

Link copied!