তাসকিন আহমেদ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ওয়ার্ক লোড কমিয়ে কাজ করেছেন। সিলেটে টেস্ট ম্যাচে খেলছেন না। ঢাকার টেস্টেও নেই। আবার সাদা বলে এখনই ফিরছেন না তিনি। বড় একটা সময়ের জন্য মাঠের বাইরে এই ডানহাতি পেসার।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, লম্বা সময়ের জন্য বোলিং থেকে দূরে থাকার সঙ্গে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন তাসকিন। ফলে চার সপ্তাহ বোলিং থেকে দূরে থাকবেন এই পেসার। বিসিবির লক্ষ্য বিপিএলের আগে এই পেসারকে ফিট করে তোলা। তাসকিনের কাঁধে বার বার ব্যথা উঠছে। আমরা চাইছি ওকে লম্বা সময় বোলিং থেকে দূরে রাখতে। এই বিষয়ে ওর সঙ্গে আলাপও হয়েছে। সে বোলিং করতে পারছে তবে ওর ক্যারিয়ার বিবেচনা করেই এই সিদ্ধান্ত। ইনজুরি যেহেতু বার বার ফিরে আসছে তাই লম্বা সময় পুনর্বাসন ছাড়া আর কোন বিকল্প নেই। মাঝে মাঝে ওকে ব্যথানাশক ওষুধ খেতে হচ্ছে। বলের গতির দিকেও একটু সমস্যা দেখা দিচ্ছে। আমরা চাইছি ও পুরোপুরি সুস্থ হয়ে ফিরুক, ৪ সপ্তাহের জন্য ওর বোলিং আপাতত বন্ধ আছে। আমাদের লক্ষ্য বিপিএলের আগে ওকে ফিট করে তোলা।
বোলিং আর্মে সাইড স্ট্রেনে ইনজুরি। একটু সতর্ক থাকতে হবে। নইলে সামনে বিপদ হওয়ার শঙ্কা রয়েছে।