আইপিএলে খেলার সুযোগ ছিল তাসকিন আহমেদের। তবে নিলাম থেকে তাসকিন ও পেসার শরিফুল নাম সরিয়ে নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনুমতিপত্র না দেয়ায়। তাসকিন আজ মিরপুরে এটা নিয়ে হতাশা প্রকাশ করেছেন।
এবার আইপিএলে মোস্তাফিজকে চেন্নাই সুপার কিংস নিয়েছে। তাসকিনের ইনজুরিতে পড়ার আশঙ্কা রয়েছে তাই তাকে আইপিএলে যেতে নিষেধ করা বলে জানায় বিসিবি।
তাসকিন আজ কথা বলেছেন সংবাদ মাধ্যমের সঙ্গে। তিনি বলেন,‘ বোর্ড আসলে ছাড়পত্র দিতে চায় না বিভিন্ন কারণে। খেলাও থাকে, স্বাস্থ্যের ইস্যু আছে। এবারও বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে বিবেচনা করবে। কিন্তু অবশ্যই ভালো লাগে না এরকম ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করতে। সবারই খেলার ইচ্ছে, আমারও। একই রকম আশা নিয়ে আছি যে ভবিষ্যতে আবার হবে।
তাসকিন আরও বলেন, তিনি পরে খেলবেন এ আশা করেন। তিনি জানান , সেরে উঠছেন চোট থেকে। তিনি বলেন,‘ জ্বি আল্লাহ রহমতে আগের থেকে ভালো। একটু শোল্ডারে প্রব্লেম হয়েছিল। এখন মাশাল্লাহ আগের থেকে ভালো। বিপিএলটাই টার্গেট, যে বিপিএল দিয়ে আবার শুরু করা। ইচ্ছা আছে নতুন বছরের শুরুটা আবার ভালো হোক, ইনশাল্লাহ এটাই। ফুল রান আপে শুরু করেছি অলরেডি। এখনও করতেছি। এই নিয়ে পাঁচটা সেশন বোলিংও করলাম। আগের থেকে বেটার ফিল হচ্ছে। এখনও আসলে বিপিএল আসতে প্রায় দুই সপ্তাহের বেশি বাকি আছে। তো ইনশাল্লাহ আল্লাহ যদি চায় সব ঠিক থাকলে ওইটা দিয়ে শুরু করার টার্গেট। এখন পর্যন্ত বিপিএলটাই ফাইনাল।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের পারফরম্যান্স দেখেছেন তাসকিন। এ ব্যাপারে বলেন,‘ এটা আসলে খুবই শান্তির বিষয় এবং পার্সোনালি আমি যখন ম্যাচগুলো দেখতেছিলাম-সবাই এতো দারুণ বোলিং করেছে মাশাল্লাহ এটা স্বস্তির। কারণ, দিনশেষে ফাস্ট বোলারদের দাপটে আমরা নিউজিল্যান্ডে জয় পাইছি। অ্যাজ এ ফাস্ট বোলার হিসেবে এটা আসলে শান্তির। আমি নিউজিল্যান্ডে বোলিং করতে এনজয় করি। সিম মুভমেন্ট ভালো পাওয়া যায়। ওইখানে থাকতে পারলে আমি আসলে এনজয় করতাম। জেতার সাক্ষী হিসেবে আমিও থাকতে পারতাম। এনিওয়ে দিনশেষে তো আমাদেরই দল। সবাই আমরা একই। জিততে পারাটাই বড় জিনিস। সামনে বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্ট আরও ভালো করবে। সবাই মিলে একসঙ্গে আরও জয় উপহার দিবো ইনশাল্লাহ।