মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় টি টোয়েন্টি শুক্রবার

এবার প্রথম সিরিজ জয়ের হাতছানি

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২৩, ০৫:৪৬ পিএম

এবার প্রথম সিরিজ জয়ের হাতছানি

নেপিয়ারে প্রথম টি টোয়েন্টি জয় করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে এটা এ ফরম্যাটের প্রথম সফলতা। মাউন্ট মঙ্গানুইয়ে গত বছর প্রথম টেস্ট জিতেছিল বাংলাদেশ। সে মাঠে এবার টি টোয়েন্টি সিরিজ নিশ্চিত করার ম্যাচ। শুক্রবার (২৯ ডিসেম্বর) না হলেও ৩১ ডিসেম্বর সুযোগ রয়েছে।

এবার নাজমুল হোসেন শান্তরা জিতলো নেপিয়ারে প্রথমবারের মত ওয়ানডে। এবার নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মত টি টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি রয়েছে। বাংলাদেশ সময় বেলা ১২টা ১০ মিনিটে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি শুরু হবে। 

এর আগে নিজ মাটিতে  তিন ম্যাচের সিরিজে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ, আয়ারল্যান্ডকে ২-১ ব্যবধানে এবং আফগানিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে এ বছর তিনটি সিরিজ জয়ের কৃতিত্ব দেখায়  বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে পারলে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এই ফরম্যাটে কোন সিরিজ না হেরে বছর শেষ করতে পারবে টাইগাররা।
ঘরের মাঠে এক বর্ষপঞ্জিতে ওয়ানডে ফরম্যাটে সব সিরিজ জয়ের অনন্য রেকর্ড আছে বাংলাদেশের। কিন্তু ঘর ও বিদেশ মাটি মিলিয়ে যেকোন ফরম্যাটে সব সিরিজে অপরাজিত থাকার মাইলফলক এখনও অর্জন করতে পারেনি টাইগাররা।
বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘নেপিয়ারের জয়, মাউন্ট মাউঙ্গানুইতে শেষ দুই টি-টোয়েন্টিতে আমাদের অনুপ্রেরণা দিবে। দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি আমাদের জন্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই সিরিজ জিততে চাই।’

Link copied!