ঐতিহাসিক জয়ের পর এ বছর বাংলাদেশ দল সবগুলো টি-টোয়েন্টি সিরিজ জয়ের নজির গড়তে সক্ষম হবে বলে আত্মপ্রত্যয় ব্যক্ত করেন শান্ত। ২৯ ও ৩১ ডিসেম্বর শেষ দুটি টি টোয়েন্টি রয়েছে। সবগুলো জিততে চান বাংলাদেশ অধিনায়ক।
সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে তাদের মাটিতে প্রথম টি-টোয়েন্টি জয়ের স্বাদ নিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে এখন বাংলাদেশ। শেষ দুই ম্যাচের মধ্যে একটি জিতলেই এ বছর টানা চতুর্থ সিরিজ জিতবে টাইগাররা।
এখন পর্যন্ত ক্রিকেটের যেকোন ফরম্যাটে সব সিরিজ জিতে কখনও পুরো বছর শেষ করতে পারেনি বাংলাদেশ। সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি মাউন্ট মাউঙ্গানুইর বে ওভালে খেলবে বাংলাদেশ। যেখানে গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মত টেস্ট ম্যাচ জিতেছিলো টাইগাররা।
বুধবার (২৭ ডিসেম্বর) নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টিতে টানা নয় ম্যাচ হারের বৃত্ত ভাঙ্গার পর শান্ত বলেন, ‘নেপিয়ারের আজকের জয়, মাউন্ট মাউঙ্গানুইতে শেষ দুই টি-টোয়েন্টিতে আমাদের অনুপ্রেরণা দিবে। দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি আমাদের জন্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই সিরিজ জিততে চাই।’
তিনি আরও বলেন, ‘ছেলেদের মধ্যে যথেষ্ঠ আত্মবিশ্বাস আছে। কিন্তু আত্মতুষ্টিতে না ভুগে পরের দুই ম্যাচের জন্য আমাদের পরিকল্পনা করা উচিত। আমি আশা করি, সবাই নিজেদের কাজ নিখুঁতভাবে করার জন্য স্বচেস্ট থাকবে।’