আরব আমিরাত গেলেন টাইগাররা

হৃদয় ও তাসকিনের অধিনায়কত্ব নিয়ে ভাবনা

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ২, ২০২৪, ০৩:১৩ পিএম

হৃদয় ও তাসকিনের অধিনায়কত্ব নিয়ে ভাবনা

দুবাইয়ের বিমানে ওঠার আগে তাওহিদ হৃদয়। ছবি: বিসিবি

নাজমুল হোসেন শান্তই চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত বাংলাদেশের অধিনায়ক থাকছেন। এরপর মেহেদী হাসান মিরাজ দায়িত্ব নেবেন। তবে তাসকিন আহমেদ ও তাওহিদ হৃদয়কে নিয়ে কথা চলছে টি-টোয়েন্টি ফরম্যাট নিয়ে। সেখানে তারা জানান, এসব বোর্ডের দায়িত্ব।

বাংলাদেশ ক্রিকেট দলের প্রায় বেশিরভাগ শনিবার দুবাইয়ে রওনা হয়। ৬,৯ ও ১১ নভেম্বর সেখানে আফগানিস্তানের সঙ্গে তিনটি ওয়ানডে রয়েছে।

এর আগে হৃদয় সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন,‘ এই বিষয়ে বিসিবি সিদ্ধান্ত দেবে। এটা আমার হাতে কিছু নেই। আমি মনে করি, এটা শুধু আমার বা এক-দুইজন দিয়ে হবে না। এটা বিসিবি বা যারা আছে দায়িত্বে, তারা ভালো জানবেন।‍‍`

তাসকিনও হৃদয়ের সুরে কথা বলেছেন,‘ এগুলো পুরোটাই বোর্ডের সিদ্ধান্ত। বোর্ড যদি চায় তবে কেন নয়? কিন্তু এটা ভাই বোর্ডের সিদ্ধান্ত।’

 

Link copied!