টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

যুক্তরাষ্ট্রের তিন শহর নিউইয়র্ক, ফ্লোরিডা ও ডালাসে খেলা

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২৩, ০৪:৫০ এএম

যুক্তরাষ্ট্রের তিন শহর নিউইয়র্ক, ফ্লোরিডা ও ডালাসে খেলা

২০২৪ সালে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু হিসেবে যুক্তরাস্ট্রের ডালাস, ফ্লোরিডা ও নিউ ইয়র্ককে চুড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(আইসিসি)।
ফলে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য  টুর্নামেন্টের আয়োজক হয়ে নতুন ইতিহাসের অংশ হতে যাচ্ছে ডালাসের গ্র্যান্ড প্রেইরি, ফ্লোরিডার ব্রওয়ার্ড কাউন্টি এবং নিউইয়র্কের নাসাউ কাউন্টি।
২০২১ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রকে টুর্নামেন্টের আয়োজক হিসেবে মনোনীত করে আইসিসির পরিচালনা পরিষদ। বিভিন্ন দিক বিবেচনা করে ব্যাপক মুল্যায়নের মাধ্যমে টুর্নামেন্টের জন্য এই ভেন্যুগুলো চুড়ান্ত করা হয়েছে।

Link copied!