অগ্নিমূর্তি রূপে টাইগার পত্নীগণ!

ফাহিম রেজা শোভন

অক্টোবর ৩, ২০২৩, ১২:৫৯ এএম

সংগৃহীত ছবি

সাকিব-তামিম দ্বন্দ্ব নিয়ে সারা দেশের মিডিয়ায় যেমন তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে গেল সপ্তাহ থেকে। 

বিশ্বকাপ শুরুর আগে খেলোয়াড়, টীম ম্যানেজমেন্টের লোকেরা মুখে কুলুপ এঁটেছেন। সেখানে সরব রয়েছেন নেটিজেন ও খেলোয়াড়দের আপনজনেরা। 

বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের বিশ্বকাপ স্কোয়াডে তামিমের না থাকা নিয়ে তামিমের আবেগঘন ব্যাখ্যা, এরপর তামিমকে বিভিন্ন কারণে সাকিবের দোষারোপ করাকে ঘিরে নানা মন্তব্যের ফুলঝরির মধ্যেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব হাসিল করেছেন ‘মীর জাফর’ তকমা। 

স্বামীকে নিয়ে বলা হচ্ছে আর সহধর্মিনী চুপ থাকবেন তা কি হয়? চুপ নেই নেটিজেনদের শিশির ভাবীও! 
মাঠের বাইরের ঘটনাকে কেন্দ্র করে এমন “অযাচিত” সমালোচনার যেন খুব কড়া জবাব দিতে চাইলেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির। 

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা - আইসিসি গতকাল সকালে তাদের ফেসবুক পেজে সেরা পাঁচ বোলারের এক তালিকা করেছে। এখনো খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সেরা পাঁচে আছেন সাকিব। 

আইসিসির পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পরে স্ট্যাটাস দিয়েছেন শিশির। সেখানে আকার-ইঙ্গিতে ভক্ত-সমর্থকদের সমালোচনার ‘জবাব’ যেন দিয়েছেন তিনি। যেখানে তামিম ইকবাল এবারের বিশ্বকাপে সুযোগ না পাওয়ায় অধিনায়ক সাকিবকে শুনতে হচ্ছে সমালোচনা। তাছাড়া চোটের কারণে সাকিব বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি। এরপর বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারকে নিয়ে বিদ্রূপ শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

আইসিসির পোস্ট শেয়ার করে শিশির লিখেছেন, 
‘Oh damn! How did the mirjafar get in there! Must be fake!’

যার মানে দাঁড়ায়, ‘হায় হায়। এই মীরজাফর এখানে সুযোগ পেল কীভাবে! এটা অবশ্যই নকল।’ 

‘খোঁচা’ টা ভালই দিয়েছেন শিশির ভাবি।

বিশ্বকাপে এখন পর্যন্ত ৩৪ উইকেট নিয়েছেন সাকিব। তাতে এখনো খেলে যাওয়া ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। যার মধ্যে ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে নিয়েছেন ১১ উইকেট। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তিও গড়েন তিনি। 

২০১১, ২০১৫-এই দুই বিশ্বকাপে ৮টি করে উইকেট নিয়েছেন সাকিব। আর ২০০৭ বিশ্বকাপে নিয়েছেন ৭ উইকেট। 

৪৯ উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে আছেন মিচেল স্টার্ক।

এর আগে তামিম ও মাশরাফি, দুইজনকে উদ্দেশ্য করে খোঁচা দিয়েছিলেন শিশির ভাবি। ২০২১ এর টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের সঙ্গে হারের পর সাকিব যখন নিজের অবদান নিয়ে সমালোচনা সইছেন, ঠিক তখনই দুইবছর আগের ক্রিকেট বিশ্বকাপের তুলনা দিয়ে শিশির পোস্ট করে লেখেন, ‘আমরা ২০১৯ বিশ্বকাপ নিয়ে কথা বলতে পারি। আমি অবাক হচ্ছি আমরা বড় দলগুলোর বিপক্ষে কেন জিততে পারিনি যখন আমাদের “গতির তারকা” এবং “কথিত সেরা উদ্বোধনী জুটি” ছিল! কী ভুল হয়েছিল ওই ম্যাচগুলোতে কৌতূহলী মন জানতে চায়? 

মূলত ২০১৯ বিশ্বকাপে সাকিবের রঙিন পারফর্মেন্সের বিপরীতে মাশরাফি-তামিমের অবদান ফিকে হয়ে গেছিল। এটাই তখন ইঙ্গিত করেছিলেন তিনি। 

গেল বছর টি২০ বিশ্বকাপ স্কোয়াড থেকে মাহমুদউল্লাহ রিয়াদ বাদ পড়া প্রসঙ্গে ফেসবুকে রিয়াদের স্ত্রী মিষ্টি বিস্ফোরক পোস্ট দেন। 

সেখানে তিনি লিখেন, এই দেশে যোগ্য লোকের যোগ্যতার মূল্যায়ন হয় না, হবেও না! 

এদিকে, বড় বোনের পোস্টের কমেন্টবক্সে আগুনে ঘি ঢালেন মিষ্টির ছোট বোন ও মুশফিকুর রহিমের স্ত্রী মন্ডি। তিনি লিখেন, ‘আরে নাহ, তাদের দলে (বাংলাদেশ টিম) অনেক হার্ডহিটার আছে। বলে বলে ছয় আর ছয়।’

Link copied!