অক্টোবর ১০, ২০২৩, ১২:৪৪ এএম
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মঙ্গলবার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।
যদিও সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে পারফরমেন্স আশারনুরূপ নয়। তথাপি ইংলিশদের বিপক্ষে ভালো করার আশা ছাড়তে রাজি নয় টাইগাররা। দু’টি কারনে বিশ^কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের ৬ উইকেটের দাপুটে জয় এবং ধর্মশালার মন্থর উইকেট অনেক বেশি আশাবাদী বাংলাদেশ দল।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ঘরের মাঠের মতো উইকেট পেয়ে বল হাতে জ¦লে উঠে ৬ উইকেট ভাগাভাগি করে নেন বাংলাদেশের দুই স্পিনার অধিনায়ক সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজ।
মন্থর ও নিচু উইকেটে ইংল্যান্ডের হতাশাজনক অতীত রেকর্ডও বাংলাদেশের জয়ের আশাকে আরও বাড়িয়ে দিয়েছে।
এছাড়া নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হারের কারণে কিছুটা হলেও চাপে আছে ইংল্যান্ড।
বাংলাদেশ এই ম্যাচে লিটন দাসকে বসাতে পারে। সেক্ষেত্রে চান্স পেতে পারেন মাহেদী হাসান। অন্যদিকে বেন স্টোকস বাংলাদেশের ম্যাচেও অনিশ্চিত। যিনি নিউজিল্যান্ডের ম্যাচেও খেলতে পারেননি।
ইনজুরির কারনে বিশ্রামে থাকার ১০দিন পর রোববার নেটে সামান্য ব্যাটিং অনুশীলন করেছেন স্টোকস। একইসাথে অনুশীলনে হালকা রানিংও করেছেন। কিন্তু এখনো তাকে পুরোপুরি ফিট মনে হয়নি। ধর্মশালার বাজে আউট ফিল্ড নিয়ে এবারের বিশ্বকাপের শুরু থেকেই সমালোচনা হয়ে আসছে। সে কারনে স্টোকসকে নিয়ে কোন সিদ্ধান্তের আগে ধর্মশালার মাঠের বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে ইংল্যান্ডকে।