এশিয়া কাপ

স্বপ্ন নিয়ে দেশ ছাড়লেন টাইগাররা

স্পোর্টস ডেস্ক

আগস্ট ২৭, ২০২৩, ১২:১৩ পিএম

স্বপ্ন নিয়ে দেশ ছাড়লেন টাইগাররা

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশের ক্রিকেটাররা। শ্রীলংকার উদ্দেশ্যে রওনা হয়েছে তারা। শ্রীলংকা ও আফগানিস্তানের মত কঠিন চ্যালেঞ্জকে টপকে আসন্ন এশিয়া কাপের সুপার ফোর পর্বে যাওয়াই প্রথম লক্ষ্য বাংলাদেশ দলের।  সর্বশেষ ২০১৮ আসরসহ  তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেছে বাংলাদেশ। কিন্তু  আসন্ন আসরে গ্রুপ পর্বে শ্রীলংকা ও আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হবার আগে, এই দু’দলের বিপক্ষে অতীতের পরিসংখ্যান আছে টাইগারদের সামনে।  
দু’দলের খেলোয়াড়রাই মাঠের ভেতর বাক-বিতান্ডায় জড়িয়ে পড়ায় ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে বাংলাদেশ এবং শ্রীলংকার ম্যাচটিতে ছিল  টান টান উত্তেজনা।
কাকতালীয়ভাবে নিদাহাস ট্রফির ঐ ম্যাচে বাংলাদেশ যখন স্বাগতিকদের মুখোমুখি হয়েছিলো তখন শ্রীলংকার কোচ ছিলেন হাথুরুসিংহে।
এই ম্যাচে নাটকীয়ভাবে শ্রীলংকাকে হারিয়ে ফাইনালে উঠেছিলো বাংলাদেশ। কিন্তু ঐ হার মেনে নেয়া শ্রীলংকার জন্য কঠিনই ছিলো। 

 

Link copied!