টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

সুপার ওভারে পাকিস্তানকে হারাল যুক্তরাষ্ট্রের চমক

স্পোর্টস ডেস্ক

জুন ৭, ২০২৪, ০১:৫৩ এএম

সুপার ওভারে পাকিস্তানকে হারাল যুক্তরাষ্ট্রের চমক

সাবেক টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়ে দিল যুক্তরাষ্ট্র। ছবি: এক্স

ডালাসে সুপার ওভারে ২০০৯ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়ে চমকে দিল যুক্তরাষ্ট্র। পাকিস্তান আগে ব্যাট করে ১৫৯ রান সংগ্রহ করে। জবাবে যুক্তরাষ্ট্রও সমান স্কোর করে। সুপার ওভারে গড়ায় ম্যাচ। যুক্তরাষ্ট্র ১৮ রান তোলে। পাকিস্তান ১ উইকেটে ১৩ রান তোলে। ৫ রানে জয় এখানে। 

যুক্তরাষ্ট্র টস জিতে ফিল্ডিং নেয়। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান ১৫৯ রান সংগ্রহ করে ৭ উইকেটে। জবাবে যুক্তরাষ্ট্র ৩ উইকেটে সমান ১৫৯ রান সংগ্রহ করেছে। আর সুপার ওভারে তারা ম্যাচ জিতে নিয়েছে। ম্যাচসেরা হন ৩৮ বলে ৫০ রান করা যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। 

পাকিস্তানের বাবর আজম ৪৪ ও সাদাব খান ৪০ রান করেছেন। নশথুস ৩০ রানে ৩টি উইকেট নেন। সৌরভ নেত্রভালকার ১৮ রানে ২টি উইকেট পেয়েছেন। 

মোনাঙ্ক ৫০ করে আউট হয়েছেন। গৌস ৩৫ রানে ফেরত যান। অ্যারন জোন্স ২৬ বলে ৩৬ ও নিতিশ কুমার ১৪ বলে ১৪ রান করেছেন। 

Link copied!