মোস্তাফিজের কঠিন রাত

ওয়াংখেড়ে ও একজন ধোনি

স্পোর্টস ডেস্ক

এপ্রিল ১৫, ২০২৪, ১২:৫২ পিএম

ওয়াংখেড়ে ও একজন ধোনি

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ধোনি নেতৃত্বে বিশ্বকাপ জেতে ভারত ছবি : টুইটার

ওয়াংখেড়ে স্টেডিয়াম মহেন্দ্র সিং ধোনির জন্য আবেগের। ২০১১ সালে তার নেতৃত্বে ভারত বিশ্বকাপ জিতেছিল। উইনিং শটটা তার ছিল। আর সেটা ছক্কা হাঁকিয়ে। 

রবিবার মুম্বাই ও চেন্নাইয়ের ম্যাচ ছিল আইপিএলে। ২০ রানে জেতে চেন্নাই। ২৮ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা পাতিরানা। মোস্তাফিজ এদিন ৪ ওভারে ৫৫ রান দিয়ে নেন ১ উইকেট। তবে পাতিরানার বলে দারুণ এক ক্যাচ নিয়েছেন। 

মুম্বাইয়ের রোহিত ১০৫ রান করে অপরাজিত ছিলেন। তবে দলকে জেতাতে পারেননি। ধোনি এই ম্যাচে ম্যাজিক দেখান। ৪ বলে ২০ রান করেন। আর চেন্নাই ২০০ রান ক্রস করে যায়। 

৪ মিনিটে ক্রিজে থেকে ৩ ছয় মারেন। আর চেন্নাই ২০০ রানের চাপ মুম্বাইয়ের মাথার ওপর বসিয়ে দেয়। ওয়াংখেড়ে আসলেই ধোনি জ্বলে ওঠেন। এ মাঠ তাকে মনে রাখবে, তিনি মনে রাখবেন ওয়াংখেড়েকে। 

Link copied!