তামিম ইকবাল ঢাকা প্রিমিয়ার ডিভিশনে ভাল খেলছেন। তবে তার জাতীয় দলে ফেরা নিয়ে গুঞ্জন থামেনি। বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এ ব্যাপারে কথা বলেছেন। তিনি মনে করেন, ফিট থাকলে তামিম খেলতেই পারেন জাতীয় দলের হয়ে।
এক্সসিরামিকসের চিফ ব্র্যান্ড অফিসার হিসাবে যুক্ত হবার অনুষ্ঠানে শান্ত বলেন, ‘হ্যাঁ আমরা কথা বলেছিলাম। আমরা ক্রিকেট নিয়ে কথা বলেছি। অধিনায়ক হিসেবে আমি কি ভাবছি সে বিষয়ে সবকিছু পরিষ্কার করে দিয়েছি। এই মুহূর্তে সবকিছু পরিষ্কার করা কঠিন এবং তিনি সময়ও চান। এই মুহুর্তে আমাদের সামনে ডিপিএল, আগে টুর্নামেন্ট শেষ হোক। আমাকেও এটা নিয়ে আরও ভাবতে হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে (তামিম) নিজের প্রত্যাবর্তন নিয়ে কি ভাবছে। তাকে নিজের ইচ্ছা প্রকাশ করতে হবে। তারপর আমরা পরবর্তী প্রক্রিয়া শুরু করতে পারবো।’
বিশ্বকাপ নিয়ে বেশি চাওয়া পাওয়া থাকা উচিত নয় বলে মনে করেন শান্ত। এ ব্যাপারে বলেন,‘ আমি যা দেখেছি, যে কোন বিশ্বকাপের আগে এবং কখনও কখনও অতিরিক্ত আলোচনা হয়। এজন্য প্রত্যাশা আরও বেড়ে যায়। আমি ভক্তদের প্রত্যাশা কমানোর জন্য অনুরোধ করছি। বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসে ভক্তরা। তবে খুব বেশি আশা করার কোন দরকার নেই।’