মাহমুদউল্লাহ রিয়াদ টিম কম্বিনেশনের অংশ না হওয়ায় দলের বাইরে আছেন মনে করেন খালেদ মাহমুদ সুজন। তিনি আরো মনে করেন, রিয়াদ ছেড়েও দিতে পারে ক্রিকেট। আর এটা নিয়ে ভয় পাচ্ছে কেন সেটাও মনে করেন।
১৫ আগস্ট মিরপুরে হাজির ছিলেন সুজনও। সেখানে সংবাদ মাধ্যমকে বলেন,‘ (অবসর নেওয়ার সাহস) আমার তো ছিল। আমি তো অবসর নিয়েছি। বুঝতে পেরেছি এখন আমার সময় শেষ। আমি যদি না ছাড়ি, নতুনরা কীভাবে আসবে। এটা ক্রিকেটারদের সিদ্ধান্ত নিতে হবে- কোন সময় বিদায় বলার সঠিক সময়। এটা খুব কঠিন। আমিও ওই মুহূর্তটা পার করেছি। আমার যেটা ভালোবাসার, সেটা ছেড়ে দিয়েছিলাম।’
ক্রিকেটাররা কেন খেলা ছাড়তে চান না, সেটা সুজনের কাছেও একটা প্রশ্নের মতো, ‘আমরা তো আর মাহমুদউল্লাহদের মতো এত পেশাদার ছিলাম না। এখনকার মতো এত টাকা ক্রিকেট খেলে পেতাম না। খুব অল্প টাকায় খেলেছি। তখন ক্রিকেট আমাদের ভালোবাসা ছিল। সেটা ছাড়তে পেরেছি। জানি না, এই প্রজন্মের ছেলেরা কেন ছাড়তে চায় না, ছাড়ার সাহসটা তাদের আসে না।’