বাংলাদেশে ক্রিকেট ও ফুটবল সবচেয়ে বেশি জনপ্রিয়। শেখ হাসিনা পদত্যাগ করলে মন্ত্রী পরিষদ বিলুপ্ত হয়। এর ফলে যুব ও ক্রীড়া মন্ত্রীর পদ নাজমুল হাসান পাপন হারান। তবে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নাজমুল হাসানের বর্তমান কমিটির মেয়াদ ২০২৫ সালের ৫ অক্টোবর পর্যন্ত চলবে। ২০১৩ সালে প্রথম প্রেসিডেন্ট হন তিনি। এরপর টানা তিনবার প্রেসিডেন্ট হন নাজমুল হাসান। তবে তিনি আর প্রেসিডেন্ট থাকবেন কিনা সেটা ঠিক করবে অন্তবর্তীকালীন সরকার। সাধারণত ক্রিকেট বোর্ডের নির্বাচন হয় একটু অন্যভাবে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ঠিক করে কারা বিসিবির কাউন্সিল হবেন। আর এই কাউন্সিলর ঠিক করে প্রেসিডেন্ট কে হবে। নাজমুল হাসান সরে গেলে আবার নির্বাচন হবে।
ওদিকে ফুটবল ফেডারেশন ২৬ অক্টোবর পরের নির্বাচন করতে চায়। ফিফার কাছে অনুমতি চেয়েছে তারা। তবে কাজী সালাউদ্দিন আর থাকছেন না এটা নিশ্চিত। এখন ফিফার কাছে অনুমতি নিয়ে পরের প্রসেস শুরু হবে।