ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল

রোহিত, গিল ও শ্রেয়াশ সাজঘরে

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ১৯, ২০২৩, ০৮:০৭ এএম

রোহিত, গিল ও শ্রেয়াশ সাজঘরে

আহমেদাবাদে টস জিতে বিশ্বকাপ ফাইনালে ফিল্ডিং নিয়েছে অস্ট্রেলিয়া। ভারত আগে ব্যাট করছে। প্যাট কামিন্স পরে বোলিং করতে চাইছেন না হয়তো।

সেমিফাইনালের টিম ধরে রেখেছে দুদলই। কোনো পরিবর্তন নেই। এই পিচে ভারত ও পাকিস্তান খেলেছে। দারুণ লড়াইয়ের অপেক্ষা এখন।

অস্ট্রেলিয়া অষ্টমবারের মত ফাইনালে উঠেছে। ৫ বারের চ্যাম্পিয়ন তারা। অন্যদিকে ভারত তৃতীয় বিশ্বকাপ জিততে চাইবে এই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। 

শুভমান গিল কে আউট করেছেন মিচেল স্টার্ক। ৭ বলে ৪ রান করে ফিরেছেন তিনি জাম্পাকে ক্যাচ দিয়ে। রোহিত ৩১ বলে ৪৭ রান করে ম্যাক্সওয়েলের শিকার হন। দারুণ ক্যাচ নেন হেড। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন শ্রেয়াশ আয়ার ৪ রানে। অস্ট্রেলিয়ান অধিনায়ক কামিন্স উইকেট নেন। 

ভারত : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াশ আইয়ার, কে এল রাহুল, সুরিয়াকুমার যাদব, রবিন্দ্র জাদেজা, মোহাম্মদ সামি, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ। 

অস্ট্রেলিয়া : ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুসেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।

Link copied!