আগস্ট ৫, ২০২৪, ০৫:৫০ পিএম
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অক্টোবরে রয়েছে নারী ক্রিকেট বিশ্বকাপ। এমন গোলমেলে পরিস্থিতির মধ্যে এই বিশ্বকাপ সরে যেতে পারে।
আইসিসি বাংলাদেশের বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরাত, ভারত ও শ্রীলঙ্কার কথা ভাবছে। ৩ অক্টোবর শুরু হয়ে এই আসরের ফাইনাল ছিল ২০ অক্টোবর।
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ছিল গত মাস থেকে। নানা পরিস্থিতির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। এখন দেশের এই পরিস্থিতিকে আইসিসির পক্ষে এমন বড় আসর আয়োজনে থাকা ঝুঁকিপূর্ণ মনে হতে পারে বলে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে।
১০ দলের নারী বিশ্বকাপ। আইসিসি বেশ চিন্তার মধ্যে পড়েই গেল।