বছর দশেক পর মিরপুরে টেস্ট ম্যাচে মুখোমুখি টাইগার-কিউইরা। এর আগে দুইবারের মুখোমুখি লড়াই ছিল বেশ হাড্ডাহাড্ডি যার ফলাফল ছিল ড্র। তবে সিলেটে গত টেস্টের জয়ের বেনিফিট তো টাইগাররা পাচ্ছে। এখন মিরপুরের চিরচেনা মাঠে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে পারলে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জেতার সাফল্য মিলবে বাংলাদেশ ক্রিকেট দলের।
টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।
ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘলা বৃষ্টিময় আবহাওয়ার মধ্যেই বুধবার (৫ ডিসেম্বর) সকাল ৯টায় টসের জন্য মাঠে নামেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি।
এই টেস্টে বাংলাদেশ দলে আসেনি কোনো পরিবর্তন। তবে অনুশীলনের সময়ে ডান হাতের আঙুলে চোট পাওয়ায় স্পিনার নাঈম হাসানের মিরপুর টেস্টে খেলা নিয়ে শংকা জাগলেও চোট গুরুতর না হওয়ায় দলেই থাকছেন তিনি।
অন্যদিকে নিউজিল্যান্ডের একাদশে ইশ সোধির পরিবর্তে জায়গা পেয়েছেন মিচেল স্যান্টনার। দলের হয়ে এ পর্যন্ত ২৪টি টেস্ট খেলেছেন এই বাঁহাতি স্পিনার। পেয়েছেন ৪১ উইকেট।
বাংলাদেশ একাদশ
মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারেল মিচেল, টম ব্ল্যান্ডেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, টিম সাউদি, এজাজ প্যাটেল।