আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

দশ অধিনায়কে বিশ্বকাপের বাঁশি

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ৫, ২০২৩, ০২:১৮ এএম

দশ অধিনায়কে বিশ্বকাপের বাঁশি

রাত পোহালেই শুরু বিশ্বকাপ ক্রিকেট। আর তার আগের দিন দশ দলের অধিনায়কেরা ফটোসেশন করলেন আহমেদাবাদে। 

বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন সেখানে। বাংলাদেশ ক্রিকেট দল এখন ধর্মশালায়। সেখানে ৭ অক্টোবর প্রথম ম্যাচ বাংলাদেশের আফগানিস্তানের সঙ্গে।

সাকিব ও অন্য ৯ দেশের অধিনায়ক নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে পেছনে রেখে ছবি তোলেন। সাকিব ছিলেন। ২০১৯ বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। অধিনায়ক ছিলেন এউইন মরগ্যান।  তিনি ট্রফি নিয়ে আসেন। আর সেসময় উপস্থিত ছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। 

একে একে সব অধিনায়ক আসেন গ্যালারিতে। আর সেখানে বিশ্বকাপের ফটোশ্যুট হয়। 

 

Link copied!