অদম্য ইংল্যান্ড নাকি ভয়ঙ্কর ইতালি

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১১, ২০২১, ০৬:২৬ পিএম

অদম্য ইংল্যান্ড নাকি ভয়ঙ্কর ইতালি

ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে রাতে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ইতালি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে খেলাটি। আজ ফাইনালে ফেভারিট ইংল্যান্ড হলেও ইতালি ছেড়ে কথা বলবে না। ৫৫ বছর আগে ১৯৬৬ সালে সর্বশেষ বড় মঞ্চে শিরোপা জিতেছিল ইংল্যান্ড। অবশ্য সেটা বিশ্বকাপে। কিন্তু এই প্রথম ইউরোর ফাইনালে উঠেছেন ইংলিশরা। এবারই বাজিমাত করতে চান তারা। 

ইতালি ও ইংল্যান্ডের ফাইনাল ম্যাচটি বাংলাদেশের মানুষ সরাসরি দেখতে পাবেন সনি টেন সিক্স ও সনি টেন ২ এ। মোবাইলে দেখতে চাইলে টফি অ্যাপে উপভোগ করতে পারবেন। 

বড় কোন টুর্নামেন্টে এখনো পর্যন্ত ইতালিকে পরাজিত করতে পারেনি ইংল্যান্ড। যদিও খুব বেশী একটা মুখোমুখি হবার সুযোগও হয়নি। ইউক্রেনে ২০১২ ইউরোর কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শ্যুট আউটে ইতালি জয়ী হয়েছিল। এরপর ২০১৪ সালের বিশ্বকাপের গ্রুপ পর্বে ইতালিই জিতেছিল ২-১ গোলে। যদিও দুটি দলই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। 

Link copied!