আফগানিস্তান-বাংলাদেশ টেস্ট

অধিনায়ক লিটনের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

জুন ১৪, ২০২৩, ০৪:১৮ পিএম

অধিনায়ক লিটনের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ম্যাচটি দিয়ে বাংলাদেশের ১২তম অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে লিটন দাসের।

বুধবার (১৪ জুন) সকাল ১০টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচটিতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদী।

ওপেনিং জুটিতে মাঠে জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। চোটের কারণে দলে অনুপস্থিত নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও ওপেনার তামিম ইকবাল। এই দুই অভিজ্ঞ খেলোয়াড় না থাকায় তরুণদের ওপরে ভরসা করতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। অন্যদিকে প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েও একাদশে জায়গা হয়নি মুশফিক হাসান ও শাহাদাত হোসেনের।

শুরুতে চার পেসার নিয়ে দল গড়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিন পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের বাইরে স্পিনার হিসেবে নেয়া হয়েছে তাইজুল ইসলামকে।

এ দিকে আফগানিস্তানও তিন পেসার নিয়ে মাঠে নেমেছে। এছাড়া দলটিতে রয়েছে তিনজন অলরাউন্ডার। যেখানে বাংলাদেশের একমাত্র অলরাউন্ডার হিসেবে খেলছেন মেহেদী হাসান মিরাজ। আফগানদের বোলিং অলরাউন্ডার হিসেবে খেলছেন করিম জানাত, আমির হামজা এবং ব্যাটিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন রহমত শাহ।

বাংলাদেশ একাদশ: জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন।

আফগানিস্তান একাদশ: ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, হাশমতউল্লাহ শহীদী (অধিনায়ক), রহমত শাহ, নাসির জামাল, আফসার জাজাই (উইকেটকিপার), করিম জানাত, আমির হামজা, জহির খান, নিজাত মাসুদ, ইয়ামিন আহমদজাই।

Link copied!