নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল জানালেন, দুদিনের জন্য তাদের অনুশীলন স্থগিত রাখতে বলা হয়েছে। বিসিবির পাঠানো ভিডিওবার্তায় তিনি বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) আমরা অনুশীলনের অনুমতি পেয়েছিলাম। আজ (শুক্রবার) অনিবার্য কারণে সরকারের দিক থেকে নিষেধ করা হয়েছে। সরাসরি নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে এ নির্দেশনা এসেছে। আমাদের আরেকটি কোভিড টেস্ট বাকি রয়েছে। তিনটি টেস্ট করেছি। কোয়ারেন্টিনের ৯ম দিনে আরেকটি পরীক্ষায় সবাই নেগেটিভ এলে আমরা ছাড়পত্র পাব।’ তিনি আরও বলেন, ‘আগে থেকেই ১৪ দিনের কোয়ারেন্টিনের নিয়ম ছিল। এখানে আসার আগে আলোচনার মাধ্যমে ৭ দিন করা হয়। এটিও আসলে ১০ দিনের। ৭ দিন এমআইকিউয়ের অধীনে, বাকি ৩ দিন অনুশীলন করলেও হোটেলে ফিরে আইসোলেশনে থাকতে হতো। এখন ওই ৩ দিনও হয়তো এমআইকিউয়ের অধীনেই থাকতে হবে।’
নিউজিল্যান্ডে সাত দিনের কোয়ারেন্টিন শেষে দলগত অনুশীলন শুরুর কথা ছিল টাইগারদের। তবে সে অপেক্ষা বাড়ছে আরও। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে ১ জানুয়ারি, মাউন্ট মঙ্গানুইতে। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুদল।
এদিকে করোনা পজিটিভ আসার পর স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের আপডেট জানানো হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।